ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লাল পতাকা আর রঙিন সাজে উরুমছি, ৭০তম বার্ষিকীতে বিশ্বদৃষ্টি আকর্ষণ

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ১১:২৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক, চীনা প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) উরুমছি পৌঁছেছেন।

সি চিন পিং ও প্রতিনিধিদল সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির জনগণের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। সিনচিয়াং ইউগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পার্টির কমিটির সেক্রেটারি ছেন সিয়াও চিয়াং, স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারের চেয়ারম্যান আই এরকেন তুনিয়াজি, স্বায়ত্তশাসিত অঞ্চলের গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান জুমুরেতি উবুলি প্রমুখ কর্মকর্তা বিমানবন্দরে প্রেসিডেন্ট সি ও প্রতিনিধিদলকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত প্রধান রাস্তাগুলোর দু’পাশে ফুল ও রঙিন পতাকা দিয়ে সাজানো হয়েছে। বিভিন্ন জাতির মানুষরা লাল পতাকা ধরে উল্লাস করে তাদের স্বাগত জানায় ও কৃতজ্ঞা প্রকাশ করে। সি চিন পিং পথে হাত নেড়ে জনগণের অভিবাদনের জবাব দেন।

সিপিসির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ও প্রতিনিধিদলের প্রধান ওয়াং হু নিং, সিপিসির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাধারণ কার্যালয়ের পরিচালক ছাই ছি ও অন্যান্যরা একই বিমানে উরুমছি পৌঁছেছেন।

প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে আরো রয়েছেন, কেন্দ্রীয় ও জাতীয় প্রাসঙ্গিক বিভাগ, প্রাসঙ্গিক সামরিক ইউনিট, ইনার মঙ্গোলিয়া, কুয়াংসি, সিচাং, নিংসিয়া-এ ৪টি স্বায়ত্তশাসিত অঞ্চলের দায়িত্বশীল ব্যক্তিরা এবং সিনচিয়াংকে সহায়তা প্রদানকারী প্রদেশের ব্যক্তিরা।

সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

লাল পতাকা আর রঙিন সাজে উরুমছি, ৭০তম বার্ষিকীতে বিশ্বদৃষ্টি আকর্ষণ

আপডেট সময় ১১:২৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক, চীনা প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) উরুমছি পৌঁছেছেন।

সি চিন পিং ও প্রতিনিধিদল সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির জনগণের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। সিনচিয়াং ইউগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পার্টির কমিটির সেক্রেটারি ছেন সিয়াও চিয়াং, স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারের চেয়ারম্যান আই এরকেন তুনিয়াজি, স্বায়ত্তশাসিত অঞ্চলের গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান জুমুরেতি উবুলি প্রমুখ কর্মকর্তা বিমানবন্দরে প্রেসিডেন্ট সি ও প্রতিনিধিদলকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত প্রধান রাস্তাগুলোর দু’পাশে ফুল ও রঙিন পতাকা দিয়ে সাজানো হয়েছে। বিভিন্ন জাতির মানুষরা লাল পতাকা ধরে উল্লাস করে তাদের স্বাগত জানায় ও কৃতজ্ঞা প্রকাশ করে। সি চিন পিং পথে হাত নেড়ে জনগণের অভিবাদনের জবাব দেন।

সিপিসির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ও প্রতিনিধিদলের প্রধান ওয়াং হু নিং, সিপিসির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাধারণ কার্যালয়ের পরিচালক ছাই ছি ও অন্যান্যরা একই বিমানে উরুমছি পৌঁছেছেন।

প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে আরো রয়েছেন, কেন্দ্রীয় ও জাতীয় প্রাসঙ্গিক বিভাগ, প্রাসঙ্গিক সামরিক ইউনিট, ইনার মঙ্গোলিয়া, কুয়াংসি, সিচাং, নিংসিয়া-এ ৪টি স্বায়ত্তশাসিত অঞ্চলের দায়িত্বশীল ব্যক্তিরা এবং সিনচিয়াংকে সহায়তা প্রদানকারী প্রদেশের ব্যক্তিরা।

সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।