
স্টাফ রিপোর্টার
কুমিল্লায় মেডিকেল টেকনোলজিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে ল্যাবরেটরী সপ্তাহ ও র্যালির আয়োজন করা হয়েছে।
রবিবার (২৭এপ্রিল ২০২৫ খ্রিঃ) সকাল ৮ টায় কুমিল্লা নগরীর পুলিশ লাইন থেকে র্যালী শুরু হয়ে টাউন হল মাঠে এসে র্যালীর সমাপ্তি ঘটে।
সংগঠনের সভাপতি প্রদ্বীপ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেনের নেতৃত্বে বিভিন্ন হসপিটালে কর্মরত প্রায় ১শতাধিক টেকনোলজিস্টদের নিয়ে এই র্যালী অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ আলী নুর মোহাম্মদ বশির আহমেদ।
তিনি বলেন, মান সম্মত রিপোর্ট রোগীদের সেবা সুনিশ্চিত করতে হবে। আমাদের কাছে আসা রোগীরা যেন সঠিক সেবা পায় সেদিকে লক্ষ রাখতে হবে।
এসময় বক্তারা বলেন মেডিকেল টেকনোলজিস্টদের দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদা করার দাবি জানান।
এ সময় ল্যাবরেটরী সপ্তাহ ও র্যালীর আয়োজকদের কুমিল্লা মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উক্ত র্যালীতে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কার্যকরী কমিটি ও সদস্যগন উপস্থিত ছিলেন।