
স্টাফ রিপোর্টার: কুমিল্লার বরুড়ায় আড্ডা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের সহসভাপতি এ জেড এম শফিউদ্দিন শামীম এর বাবা এম এ কাদের’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৩ জুন শনিবার দুপুর ১টায় উপজেলার আড্ডা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ০৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর ০৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, কুমিল্লা ০৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল, বাংলাদেশ নৌ-বাহিনী সাবেক প্রধান ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবু তাহের, ব্যারিষ্টার শেখ ফজলে নাইম, কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির সহ সভাপতি এস কিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মরহুম এম এ কাদের’র বাড় ছেলে এজেড এম শফিউদ্দিন শামীম, বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুর উজ্জামান বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন এসকিউ ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ তোফায়েল হোসেন, বরুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, বরুড়া উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম মিঠু, ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন। অনুষ্ঠান আড্ডা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা এম এ কাদের এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ সাইদুল ইমরান।
মুক্তির লড়াই ডেস্ক : 


























