২১শে মার্চ চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বৃহস্পতিবার হুনান প্রদেশে পরিদর্শনের সময় ‘নতুন যুগে মধ্যাঞ্চল পুনরুজ্জীবন ত্বরান্বিতকরণ’ বিষয়ক উচ্চ পর্যায়ের আলোচনা সভায় সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী লি ছিয়াংসহ চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় পলিট ব্যুরোর তিনজন স্থায়ী সদস্য, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মহাপরিচালক এবং মধ্যাঞ্চলের শানসি, আনহুই, চিয়াংসি, হ্যনান, হুপেই ও হুনান প্রদেশের শীর্ষ নেতারা এবারের উচ্চ পর্যায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
মধ্যাঞ্চলের চীনের এক দশমাংশ ভূমি আছে। ২০২৩ সালে মধ্যাঞ্চলের জিডিপি ছিল ২৭ ট্রিলিয়ন ইউয়ান, যা গোটা চীনের এক পঞ্চমাংশের বেশি। মধ্যাঞ্চল সামগ্রিক জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি খাদ্যশস্য উৎপাদন ঘাঁটি, জ্বালানি সম্পদ কাঁচামাল, আধুনিক সরঞ্জাম উৎপাদন ও উচ্চপ্রযুক্তি শিল্প ঘাঁটি এবং বহুমুখী পরিবহন হাবের দায়িত্ব পালন করে।
এবারের সভায় প্রেসিডেন্ট সি বলেন, মধ্যাঞ্চলের পুনরুজ্জীবন অবশ্যই অন্যান্য গুরুত্বপূর্ণ উন্নয়ন কৌশলগুলোর সাথে সংযুক্ত করতে হবে। সুশৃঙ্খলভাবে শিল্পের ধাপে ধাপে স্থানান্তর করতে এবং শিল্পবিন্যাস উন্নীত করতে হবে। প্রদেশগুলোর মধ্যে সহযোগিতার ব্যবস্থা গড়ে তোলা, ব্যাপকভাবে ইয়াংজি নদীর মাঝখানের শহর ও কেন্দ্রীয় সমভূমি শহরগুলো উন্নয়ন ত্বরান্বিত এবং শহরগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার কথা তিনি উল্লেখ করেন।
সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।