ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মহেশখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড Logo কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ Logo শেরপুর–ময়মনসিংহ সীমান্তে কোটি টাকার চোরাচালানী মালামাল সহ কাভার্ডভ্যান ও ইজিবাইক আটক Logo কটিয়াদীর বনগ্রাম বাজারে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা Logo সরাইলে এনসিপির উঠান বৈঠকে বক্তব্য দিয়ে শিক্ষকের দুঃখপ্রকাশ Logo ‎বরুড়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ভোলাহাট রেশম উন্নয়ন বোর্ডের জোনাল অফিস দুর্নীতির আখড়া Logo বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ১১ অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা Logo টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ মাদক পাচারকারী আটক Logo শেরপুরে ১ বছর সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী গ্রেফতার

শহীদ স্মরণে

সৌমেন্দু লাহিড়ী

সেই দিনটিকে কখনো কি আমি
ভুলে যেতে পারি হায়!
যেদিন মোদের সাথীর শব যাত্রা
চলেছিল রাস্তায়।

ফুলে ফুলে ঢাকা সযত্নে রাখা
ক্ষত বিক্ষত দেহ,
আমার সুহৃদ্ হয়েছে শহীদ
কেটে বিশ্বের মোহ।

ধরাধাম ছেড়ে চলে গেছে দূরে
অমৃত লোক পরে,
যেথা মার্ক্স হোচিমিন লেনিন স্তালিন
এঙ্গেলস বাস করে।

জানো কি বন্ধু অমৃতলোক কোথায়?
বেহেস্তে নয় স্বর্গেও নয়
যেথায় মানব হৃদয়।

বীর সেনানী প্রাণ দিয়েছেন
এই দেশেরই তরে,
শহীদ, সেতো অমর।
মরণশীল বিশ্বে কজন
অমর হোতে পারে?

সাবাশ .. … সাথী….. সাবাশ /ল
দেশের তরে আত্মবলী
সাবাশ সাবাশ সাবাশ।

ছিঁড়ে গেছে তার বাজেনাকো আর
সেই সেতারের তান
বেদনা-বিধূর মন যে আমার
সবই যেগো হল ম্লান।

রোষানল তাই ধিক্ ধিক্ জ্বলে
সদাই মনের কোনে,
প্রতিশোধ চাই বলে মন মোর
প্রতিদিন প্রতিক্ষণে।

বাক্ রোধ আজ হয়েছে আমার
ছন্দ পতন হয়েছে
দেখেছি যখন দুস্কৃতিরা
মাথা উঁচু করে রয়েছে।

কবিতা আমার আসেনাকো আর/ল
লেখনী ধরতে পারি না,
হৃদয় মাঝারে ইচ্ছে জাগেরে /ল
বদলা নিতে কি পারি না?

চেতনা জাগুক জনতার আর
জাগ্রত হোক বোধ, /ল
আঘাতে আঘাতে বিদীর্ণ করে
নিক তারা প্রতিশোধ।

গণ-আদালতই বড় আদালত
বিচার প্রার্থী তাই,
সেই আদালতে আর্জি জানাই
বিচার ভিক্ষা চাই।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড

SBN

SBN

শহীদ স্মরণে

আপডেট সময় ১২:০৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

সৌমেন্দু লাহিড়ী

সেই দিনটিকে কখনো কি আমি
ভুলে যেতে পারি হায়!
যেদিন মোদের সাথীর শব যাত্রা
চলেছিল রাস্তায়।

ফুলে ফুলে ঢাকা সযত্নে রাখা
ক্ষত বিক্ষত দেহ,
আমার সুহৃদ্ হয়েছে শহীদ
কেটে বিশ্বের মোহ।

ধরাধাম ছেড়ে চলে গেছে দূরে
অমৃত লোক পরে,
যেথা মার্ক্স হোচিমিন লেনিন স্তালিন
এঙ্গেলস বাস করে।

জানো কি বন্ধু অমৃতলোক কোথায়?
বেহেস্তে নয় স্বর্গেও নয়
যেথায় মানব হৃদয়।

বীর সেনানী প্রাণ দিয়েছেন
এই দেশেরই তরে,
শহীদ, সেতো অমর।
মরণশীল বিশ্বে কজন
অমর হোতে পারে?

সাবাশ .. … সাথী….. সাবাশ /ল
দেশের তরে আত্মবলী
সাবাশ সাবাশ সাবাশ।

ছিঁড়ে গেছে তার বাজেনাকো আর
সেই সেতারের তান
বেদনা-বিধূর মন যে আমার
সবই যেগো হল ম্লান।

রোষানল তাই ধিক্ ধিক্ জ্বলে
সদাই মনের কোনে,
প্রতিশোধ চাই বলে মন মোর
প্রতিদিন প্রতিক্ষণে।

বাক্ রোধ আজ হয়েছে আমার
ছন্দ পতন হয়েছে
দেখেছি যখন দুস্কৃতিরা
মাথা উঁচু করে রয়েছে।

কবিতা আমার আসেনাকো আর/ল
লেখনী ধরতে পারি না,
হৃদয় মাঝারে ইচ্ছে জাগেরে /ল
বদলা নিতে কি পারি না?

চেতনা জাগুক জনতার আর
জাগ্রত হোক বোধ, /ল
আঘাতে আঘাতে বিদীর্ণ করে
নিক তারা প্রতিশোধ।

গণ-আদালতই বড় আদালত
বিচার প্রার্থী তাই,
সেই আদালতে আর্জি জানাই
বিচার ভিক্ষা চাই।