১৬ই অক্টোবর শাংহাই সহযোগিতা সংস্থার প্রধানমন্ত্রী পরিষদের ২৩তম সম্মেলনে অংশগ্রহণকারী চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং ও রুশ প্রধানমন্ত্রী মিখাইল ভ্লাদিমিরোভিচ মিশুস্টিন গত (বুধবার) এক সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতে লি বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিটেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে, দু’দেশের সম্পর্ক উচ্চ মানে উন্নীত হচ্ছে। চীন রাশিয়ার সঙ্গে কৌশলগত সমঝোতা জোরদার এবং বাণিজ্য, জ্বালানিসম্পদ, উৎপাদন-শিল্প, ও ডিজিটাল অর্থনীতি খাতে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। শাংহাই সহযোগিতা সংস্থাকে আরও প্রাণচঞ্চল ও শক্তিশালী করতে দু’দেশকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
জবাবে মিশুস্টিন বলেন, রাশিয়া চীনের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোপ’ উদ্যোগের সাথে ইউরেশিয়া অর্থনৈতিক জোটের সংযুক্তি ত্বরান্বিত করতে, বাস্তব সহযোগিতা উন্নত করতে এবং বহুপক্ষীয় সহযোগিতা ঘনিষ্ঠতর করতে ইচ্ছুক।
সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।