
শারদীয় দুর্গাপূজা
বিধান চন্দ্র দেবনাথ
পূজার চলছে সপ্তমী আজ
বাজছে পূজার ঢাক,
খোকা খুকি নাচছে দেখো
তাক ধিনা ধিন তাক।
ঢাকের তালে নাচে খুকি
নাচে ঢুলি ভাই,
মুগ্ধ হয়ে দেখছে সবাই
বলছে আরোও চাই।
পূজা দেখার জন্য মানুষ
আসছে দলে দল,
মন্দিরেতে যেন এখন
মানুষেরই ঢল।
অষ্টমী আর নবমীতে
চলবে খুশির ধুম,
বিজয়াতে হুলি খেলা
ফুটবে বাজি বুম।