
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন সরাইল উপজেলা যুবদল।
কমিটিতে শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. শাহিন আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নোমান ভূইয়া ও মো. জকির হোসেন কে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৫ মার্চ) সকালে সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্য সচিব মো. নুর আলম মিয়ার যৌথ স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সরাইল উপজেলা’র দলীয় প্যাডে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
এ বিষয়ে সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুর আলম মিয়া গণমাধ্যমকে বলেন, আমরা যাচাই বাছাই করে ত্যাগী ও যোগ্য কর্মীদের দায়িত্ব দিয়েছি। আশা করি তাঁরা যথাযথ ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করবেন।
মুক্তির লড়াই ডেস্ক : 























