
মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ২ নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে রোববার গভীর রাতে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ওয়ারুক বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
শাহরাস্তি মডেল থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৩টা ৪৫ মিনিটে ওয়ারুক বাজার রেলগেটের দক্ষিণ পাশে চেকপোস্ট পরিচালনা করে পুলিশ। ওই সময় কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসা টেকনাফ উপজেলার কাইয়ুমখালি পাড়া (প্রকাশ কে কে পাড়া) এলাকার মো. জাফর আলমের স্ত্রী মোছা. ফাতেমা বেগম (৪০) ও মৃত আজগর আলীর স্ত্রী ছমুদাকে (৫৫) আটক করা হয়।
তল্লাশিতে মোছা. ফাতেমা বেগমের বুকের ভিতরে রাখা সাদা পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে ১ হাজার পিস ইয়াবা ও ছমুদার ডান হাতে থাকা লাল রঙের শপিং ব্যাগের ভেতরে থাকা এক জোড়া জুতার মধ্যে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, গ্রেফতারকৃত ২ নারী দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয় করে বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে চাঁদপুর জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।