
মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে ২’শ পিস ইয়াবাসহ মোঃ হৃদয় গাজী (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মোঃ আরিফ হোসাইনসহ সঙ্গীয় ফোর্স ওই স্থানে অভিযান চালায়। ওই সময় হৃদয়কে তল্লাশি করে তার হেফাজতে থাকা ২’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
জানা যায়, আটককৃত হৃদয় গাজী শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার রামমধুপুর ইউপির কুরালতলী মিন্দাকান্দি গাজি বাড়ির মোঃ খোকন গাজীর পুত্র।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাসার পিপিএম (বার) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে হৃদয় গাজী ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। এছাড়া পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলার সব থানায় মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।