
মোঃ কামরুজ্জামান সেন্টু, শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে ৫০ কেজি গাঁজা জব্দ ও ১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (২ জানুয়ারি) সকালে উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া বাজার এলাকা থেকে এ মাদক জব্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭ টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোঃ জুলফিকার আলী, নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্স চেকপোস্ট বসায়। ওই সময় একটি সাদা রঙ্গের প্রাইভেটকারকে (ঢাকা মেট্টো-খ ১১-৭১০৬) চ্যালেঞ্জ করলে সেটি না থামিয়ে পশ্চিম দিকে দ্রুতবেগে চলে যায়। পুলিশ পিছন থেকে ধাওয়া করে পৌরসভার কালিয়াপাড়া বাজার এলাকায় গাড়িটিকে থামাতে সক্ষম হয়। এ সময় গাড়িতে রক্ষিত ৫০ টি প্যাকেটে থাকা ৫০ কেজি গাঁজাসহ পিরোজপুরের কাউখালী উপজেলার বাসুরী মোল্লা বাড়ির আলমগীর হোসেনের পুত্র শুভকে (২৬) গ্রেফতার করে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ধাওয়াকালে গাড়ি থেকে ১ জন পালিয়ে যায়। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছেন। গ্রেফতার শুভর বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে।
কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী জানান, চেকপোস্ট চলাকালে পুলিশ একটি প্রাইভেট কারকে ধাওয়া করে ৫০ কেজি গাঁজা জব্দ করেছে। চুরি-ডাকাতি, মাদক ক্রয়-বিক্রয় ও জঙ্গীবাদের বিরুদ্ধে চাঁদপুর জেলায় প্রতিনিয়ত অভিযান চলমান রয়েছে।