
এ এইচ রবি
কুমিল্লা জেলার বরুড়া উপজেলাধীন ১২ নং আড্ডা ইউনিয়নের অন্তর্গত পিলগিরী খারুল হাজী আব্বাছ আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উন্নয়নের লক্ষ্যে “শিক্ষা উন্নয়ন ফোরাম” কর্তৃক আয়োজিত দিনব্যাপী শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক কুলছুম আক্তার স্বপ্না, ৪৩তম বিসিএস অডিট ও একাউন্টস ক্যাডার শাহানাজ আক্তার- সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থীদের দ্বারা ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিষয়ে বিশেষ ক্লাস নিয়ে উক্ত বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতি শ্রেণি থেকে ৩ জন করে মোট ১৫ জনকে সম্মাননা প্রদান করা হয়।
কর্মশালার অংশ বিশেষ হিসেবে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। “দারিদ্র্যতা নয় অধিক জনসংখ্যাই বাংলাদেশের প্রধান সমস্যা” বিষয়ে প্রতিযোগিতায় পক্ষে ৯ম শ্রেণি বিপক্ষে ১০ম শ্রেণি অংশ নেয় এতে বিপক্ষ দল ১০ম শ্রেণি বিজয়ী হয়।
এছাড়াও শিক্ষা উন্নয়ন ফোরাম এর পক্ষ থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করা।
কর্মাশালা শেষে আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল পাটোয়ারী, প্রধান শিক্ষক পিলগিরী খারুল হাজী আব্বাস আলী আদর্শ উচ্চ বিদ্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল মতিন, সাবেক প্রধান শিক্ষক পিলগিরী খারুল হাজী আব্বাস আলী আদর্শ উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি, কবির হোসেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক, আবুল হোসেন পাটোয়ারী, প্রধান শিক্ষক রহিমানগর বি এ বি উচ্চ বিদ্যালয়। আব্দুল কাদের, দাতা সদস্য, মনিরুল ইসলাম, অবিভাবক সদস্য, মো: জামাল হোসেন পাটোয়ারী, অবিভাবক সদস্য, জামাল হোসেন, অভিভাবক সদস্য নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিলগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা মুলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান একই সাথে বিদ্যালয়ের সকল প্রাক্তনদের সংযুক্ত হওয়া, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
শিক্ষা উন্নয়ন ফোরাম এর সদস্য, ড. মো. আসাদ আজিম – সহযোগী অধ্যাপক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও মো. বেলাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে, এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। নিমসার জুনাব আলী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা প্রভাষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় শিক্ষা উন্নয়ন কর্মশালাটি পরিচালিত হয়।