শিশুর কথা
আব্দুস সাত্তার সুমন
দোষ কি আমার? এলাম ধরায়
ছোট্ট আমার জীবন,
যুদ্ধ দিয়ে অনাহারে
বন্যায় ডুবে মরন।
শিশুর কথা শুনবে কে যে
নতুন স্বপ্ন বাঁধি!
নিষ্ঠুরতা দেখে আমি
বুক ফুলিয়ে কাঁদি
সবাই সবার কথা বলে
বলতে পারি নাগো!
আমার ব্যথা বুঝবে কেহ
জন্মধারী মাগো।
ছোট্ট আমার দেহটা যে
বানের জলে ভাসে!
আমার মত হাজার শিশু
রক্তমাখা লাশে।