ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁদপুরে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা Logo দেশব্যাপী পরিবেশ অধিদপ্তরের ১০টি অভিযানে সাড়ে ৩৮ লক্ষ টাকা জরিমানা Logo তথ্য অধিকার আইনে আবেদনের এক বছরেও মিলেনি প্রকল্পের তথ্য Logo কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন Logo বুড়িচ ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন Logo সরাইলে বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল Logo কিশোরগঞ্জে অপারেশন থিয়েটারে২ রোগীর মৃত্যুর অভিযোগ Logo পবায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo ভালুকায় শিশুর গলায় দা ঠেকিয়ে ডাকাতি, টাকা-সোনা লুট Logo বাংলাদেশি সাবেক সেনা কর্মকর্তাকে ধরে নিয়ে গেছে বিএসএফ

শিশুর বিকাশে খেলাধুলার বিকল্প নেই

মো: নাজমুল হোসেন ইমন

হাত বাড়ালেই বন্ধুর দেখা পাই। গ্রামীণ শিশুদের জন্য খেলার সাথী বলেন আর খেলার জায়গা কোনকালেই অভাব ছিল না। তবে রাজধানীর বুকে একদম ধানমন্ডির প্রাণকেন্দ্রে সুপরিচিত আনাম র‍্যাংস প্লাজার ৫ম তলায় গড়ে উঠেছে নান্দনিক পেনি এন্ড পিটার্স প্লে ল্যান্ড। ক্রমেই এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ কয়েকটি কারণে।

কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে জানা গেল এই প্লে ল্যান্ডটিডে কর্মরত দক্ষ টিম বাচ্চাদের যেভাবে আনন্দ হাসিতে দারুন সব কার্যক্রমে ব্যাস্ত রাখে তাতে তারা বেশি আনন্দিত। একজন অভিভাবক যোগ করলেন নিরাপত্তার বিষয়টি খুব জোর দিচ্ছে এই ইনডোর প্লে ল্যান্ড টি, যার কারণে কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকরা এটিকে প্রথম পছন্দে নিয়ে আসছেন। এর আগে ধানমন্ডিতে এত পরিকল্পিত প্লেগ্রাউন্ড ছিলো না প্রতিদিন গড়ে প্রায় ১৫০ থেকে ২০০ শিশু এখানে আসে অবসর সময় কাটাতে ও মজার সব এক্টিভিটি তে যুক্ত হতে। আরো জানা গেছে প্লে ল্যান্ড “লাগোয়া” রেস্টুরেন্ট টির খাবারের মান ও খুবই ভালো হওয়াতে প্লে অ্যান্ড পিটার্সের চাহিদাও বেড়েছে অনেক বেশি।

প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ জানায়, ইনডোর প্লে ল্যান্ড টি বাচ্চাদের শারীরিক বিকাশের পাশাপাশি খেলাধুলার একটি সুস্থ এবং মজার বিকল্প। ঢাকাতে পর্যাপ্ত খেলার জায়গা না থাকায় এটি শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও এটি বিভিন্ন সুযোগ এবং বিনোদন সরবরাহ করে। এটি শিশুদের খেলাধুলা এবং রচনশীলতা বৃদ্ধিতেও সাহায্য করতে পারে। এটি একটি সুরক্ষিত এবং নিয়মিত পরিবেশ সৃষ্টি করে যাতে শিশুরা পর্যাপ্ত আনন্দ উল্লাসে ভরে উঠতে পারে। এই ইনডোর প্লে ল্যান্ডটি শিশুদের উচ্চারণ ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করতে পারে। এছাড়াও এখানে মজার একটি ঘটনা ও রয়েছে – এই প্রতিষ্ঠানের যাত্রার পিছনে এর উদ্যোক্তা ডক্টর ‘ফারহানাজ ফিরোজের’ সন্তান ‘ফাইজালের’ পছন্দের দুই এলিয়েন চরিত্রের নাম অনুসারে পিটার্স “পেনি & প্লেল্যান্ড”। শিশু ফাইজার প্রতিষ্ঠানটিতে নিয়মিত নতুন নতুন বিষয় যোগ করার ব্যাপারে তাকে সহযোগিতাও করে থাকেন।

প্রতিষ্ঠানটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং পরিচ্ছন্ন। এছাড়াও রয়েছে নিজস্ব সব গেমস এর ব্যবস্থা। জন্মদিনের পার্টি সহ শহরের অনেক আয়োজনেও প্রতিষ্ঠান টিকে বেছে নিচ্ছেন অভিভাবকেরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

SBN

SBN

শিশুর বিকাশে খেলাধুলার বিকল্প নেই

আপডেট সময় ০৯:৪৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

মো: নাজমুল হোসেন ইমন

হাত বাড়ালেই বন্ধুর দেখা পাই। গ্রামীণ শিশুদের জন্য খেলার সাথী বলেন আর খেলার জায়গা কোনকালেই অভাব ছিল না। তবে রাজধানীর বুকে একদম ধানমন্ডির প্রাণকেন্দ্রে সুপরিচিত আনাম র‍্যাংস প্লাজার ৫ম তলায় গড়ে উঠেছে নান্দনিক পেনি এন্ড পিটার্স প্লে ল্যান্ড। ক্রমেই এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ কয়েকটি কারণে।

কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে জানা গেল এই প্লে ল্যান্ডটিডে কর্মরত দক্ষ টিম বাচ্চাদের যেভাবে আনন্দ হাসিতে দারুন সব কার্যক্রমে ব্যাস্ত রাখে তাতে তারা বেশি আনন্দিত। একজন অভিভাবক যোগ করলেন নিরাপত্তার বিষয়টি খুব জোর দিচ্ছে এই ইনডোর প্লে ল্যান্ড টি, যার কারণে কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকরা এটিকে প্রথম পছন্দে নিয়ে আসছেন। এর আগে ধানমন্ডিতে এত পরিকল্পিত প্লেগ্রাউন্ড ছিলো না প্রতিদিন গড়ে প্রায় ১৫০ থেকে ২০০ শিশু এখানে আসে অবসর সময় কাটাতে ও মজার সব এক্টিভিটি তে যুক্ত হতে। আরো জানা গেছে প্লে ল্যান্ড “লাগোয়া” রেস্টুরেন্ট টির খাবারের মান ও খুবই ভালো হওয়াতে প্লে অ্যান্ড পিটার্সের চাহিদাও বেড়েছে অনেক বেশি।

প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ জানায়, ইনডোর প্লে ল্যান্ড টি বাচ্চাদের শারীরিক বিকাশের পাশাপাশি খেলাধুলার একটি সুস্থ এবং মজার বিকল্প। ঢাকাতে পর্যাপ্ত খেলার জায়গা না থাকায় এটি শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও এটি বিভিন্ন সুযোগ এবং বিনোদন সরবরাহ করে। এটি শিশুদের খেলাধুলা এবং রচনশীলতা বৃদ্ধিতেও সাহায্য করতে পারে। এটি একটি সুরক্ষিত এবং নিয়মিত পরিবেশ সৃষ্টি করে যাতে শিশুরা পর্যাপ্ত আনন্দ উল্লাসে ভরে উঠতে পারে। এই ইনডোর প্লে ল্যান্ডটি শিশুদের উচ্চারণ ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করতে পারে। এছাড়াও এখানে মজার একটি ঘটনা ও রয়েছে – এই প্রতিষ্ঠানের যাত্রার পিছনে এর উদ্যোক্তা ডক্টর ‘ফারহানাজ ফিরোজের’ সন্তান ‘ফাইজালের’ পছন্দের দুই এলিয়েন চরিত্রের নাম অনুসারে পিটার্স “পেনি & প্লেল্যান্ড”। শিশু ফাইজার প্রতিষ্ঠানটিতে নিয়মিত নতুন নতুন বিষয় যোগ করার ব্যাপারে তাকে সহযোগিতাও করে থাকেন।

প্রতিষ্ঠানটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং পরিচ্ছন্ন। এছাড়াও রয়েছে নিজস্ব সব গেমস এর ব্যবস্থা। জন্মদিনের পার্টি সহ শহরের অনেক আয়োজনেও প্রতিষ্ঠান টিকে বেছে নিচ্ছেন অভিভাবকেরা।