
স্টাফ রিপোর্টার
“গুনগুন” যার পুরো নাম পিউষা চৌধুরী গুনগুন। যিনি ইতিমধ্যে শিশু নৃত্যশিল্পী হিসেবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশে এবং দেশের বাইরের দর্শকদেরও মন জয় করে নিয়েছেন তার সাবলীল নৃত্যের মাধ্যমে। নাচ তার ধ্যান জ্ঞান হলেও ইতিমধ্যে তিনি কিছু নাটকেও অভিনয় করেছেন। তারই ধারাবাহিকতায় এবার প্রথম বারের মতো অভিনয় করতে যাচ্ছেন বড় পর্দায়।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’ ছবিতে শিশুশিল্পী হিসেবে তোতনের ভূমিকায় অভিনয় করছেন গুনগুন। এটি প্রথম চলচ্চিত্র।
গত শনিবার (৩০ আগস্ট) গাজীপুরের হোতাপাড়ায় শুটিং স্পটে তাকে শাড়ির নতুন এক লুকে হাজির হতে দেখা গেছে। তার মার্জিত লুক এবং সাবলীল উপস্থিতি সত্যিই অবাক হওয়ার মতো। আশা করছি তার ভক্তরাও তার এই নতুন লুক দেখে বিস্মিত হবেন।
তার সাথে কথা বলে জানা যায়, এই ছবির মূল চরিত্রে অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা এবং মামনুন হাসান ইমন। সাথে রয়েছেন আরো অনেক অনেক গুণী শিল্পী। তাই উনাদের সাথে কাজ করতে গেলে একটু নার্ভাস লাগেই। তবে উনারা অনেক হেল্পফুল। বিশেষ করে এই ছবির নায়িকা প্রভা আন্টি আমাকে যথেষ্ট হেল্প করছেন। আর পরিচালক সাদেক সিদ্দিকী, যাকে আমি দাদু বলে ডাকি। তিনি আমাকে অনেক হেল্প করেন। এরপর যাদের কথা না বললে নয় তাদের মধ্যে সহকারী পরিচালক মিথুন আংকেল, কাস্টিং ডিরেক্টর জাহিদ আংকেল উনারা সবাই আমাকে যথেষ্ট হেল্প করেন।
আর আমি যেহেতু নাচের শিল্পী সেই অভিজ্ঞতাটাও এখানে অনেক কাজে দিচ্ছে। ‘দেনা পাওনা’ ছবিটি পরিচালনা করছেন “সাদেক সিদ্দিকী”।