শীতের তাপ
আব্দুস সাত্তার সুমন
শীতের তাপে জমে গেছে
পৌষের সময়কাল,
কুয়াশারী বৃষ্টি পড়ে
কষ্টে জীবন হাল।
আগুন যেন বরফ হল
শৈত্যপ্রবাহ ডাকা,
সবুজ ঘেরা কনকনে শীত
তীব্র শীতে ঢাকা।
ঋতু যেন খোলস বদল
কখন কি ঘটে!
হিম ধরা ঐ শীতের প্রভাব
শীত নেমেছে তটে।
খেটে খাওয়া মানুষগুলো
দুঃখে কাটে দিন,
অচিন পাখি এসে যেন
হয়ে গেছে ঋণ।
ভাবো ঘরে শীতের তাপে
জরাজীর্ণ মানুষ,
শিশু, বৃদ্ধ রক্ষা করো
ঠান্ডায় যেন বেহুশ।