ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শীতের পাখি

শীতের পাখি
আব্দুস সাত্তার সুমন

কিচিরমিচির মিষ্টি ধ্বনি
ঘুম ভেঙে যায় সবার,
ভোরের পাখি ডেকে বলে
সকাল হলো এবার।

খোকন উঠে বাহির হাটে
নতুন নতুন পাখি,
শীতের পরশ আনাগোনায়
জুড়ায় মনো আঁখি।

ঋতু যেন ভেঙে গেছে
নেই যে আগের মত,
খোকা খুকি অবাক চোখে
উড়ছে পাখি কত।

সাদা সাদা রঙিন পাখি
এলো আমার দেশে,
উড়ছে ওরা বাংলার বুকে
আসছে অতীত বেশে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শীতের পাখি

আপডেট সময় ০৫:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

শীতের পাখি
আব্দুস সাত্তার সুমন

কিচিরমিচির মিষ্টি ধ্বনি
ঘুম ভেঙে যায় সবার,
ভোরের পাখি ডেকে বলে
সকাল হলো এবার।

খোকন উঠে বাহির হাটে
নতুন নতুন পাখি,
শীতের পরশ আনাগোনায়
জুড়ায় মনো আঁখি।

ঋতু যেন ভেঙে গেছে
নেই যে আগের মত,
খোকা খুকি অবাক চোখে
উড়ছে পাখি কত।

সাদা সাদা রঙিন পাখি
এলো আমার দেশে,
উড়ছে ওরা বাংলার বুকে
আসছে অতীত বেশে।