
অরবিন্দ সরকার
শুষ্ক কাঠ খড় জ্বেলে, পোহাতে আগুন,
দলবদ্ধ সারি বেঁধে, তার চারপাশে,
শিশু থেকে বুড়ো সবে,তাপ নিতে আসে,
শীত কবে ফিরে যাবে, আসবে ফাগুন।
ভোর বেলায় অপেক্ষা, উদিত অরুণ,
পূবের আকাশ পানে,চোখ দুটো ভাসে,
ধনীদের উপভোগ,পা পড়েনা ঘাসে,
গরীবের শীতকালে,অবস্থা করুন।
গরম পোশাকে ঢাকা,হাত পা সর্বাঙ্গ,
ধনীরা আরাম পায়,শীত নিয়ে রঙ্গ।
শীতের কম্বল বিলি, হয় চৈত্র মাসে,
সরকারী অনুদান,ক্যামেরা সামনে,
সবকিছু ঠিকঠাক, ভোটের আশ্বাসে,
দান ধ্যান খয়রাতি, দাঁড়িয়ে লাইনে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























