সুক্রিয়া দাস
আমি এক চিলতে রোদ্দুর হতে পারি,
যদি তুমি উষ্ণতা খোঁজো।
আমি লাল গোলাপের পাপড়ি হতে পারি,
যদি তুমি আমার মনের রঙে সাজো।
আমি একটি শিশির বিন্দু হতে পারি,
যদি তুমি আলতো পরশে আমাকে অনুভব করো।
আমি ভোরের কুয়াশা হতে পারি,
যদি তুমি আমাকে জড়িয়ে ধরে আপন করো।
আমি ধ্রুবতারা হতে পারি নীল আকাশের মাঝে,
যদি তুমি আমাকে তোমার চোখে ধারন করো।
আমি সমুদ্রের নোনা বালি হতে পারি,
যদি তুমি সেই বালি দিয়ে ভালোবাসার রাজপ্রাসাদ গড়ো।
আমি দুধ সাদা বলাকার সারি হতে পারি,
যদি তুমি প্রেমের চাদরে আমাকে মুড়ে রাখতে পারো।
আমি প্রতি প্রভাতে সুন্দর সুপ্রভাত হতে পারি,
যদি তুমি আমার শুভেচ্ছায় তোমার সুন্দর দিন শুরু করো।
আমি পৃথিবীর প্রতিটি সৌন্দর্যে বিরাজ করতে পারি,
যদি তুমি সব কিছু ছেড়ে আমার রূপকেই তোমার পৃথিবী ভাবতে পারো।।