
মোঃ বেলায়েত হোসেন, শেরপুর
শেরপুরে “উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মসংস্থান সৃষ্টির সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন- ‘স্বপ্ন’ ২য় পর্যায়” প্রকল্পের আওতায় অংশীদারিত্ব বিষয়ক জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বৃহস্পতিবার সকালে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অভিযোজন প্রযুক্তি সম্প্রসারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সাথে যৌথভাবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। কর্মশালায় জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি ও প্রাণিসম্পদ খাতে টেকসই প্রযুক্তি প্রয়োগ, নারীর ক্ষমতায়ন ও স্থানীয় পর্যায়ে অংশীদারিত্বমূলক কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
এসময় স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদসহ জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।