ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গলাচিপা-রাঙ্গাবালী নৌপথে স্পিডবোট ধর্মঘট: যাত্রী ভোগান্তি চরমে Logo রূপসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo নওগাঁয় রাণীনগরে রক্তদাতা প্ল্যাটফর্ম রাণীনগর অর্গানাইজেশন এর গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন Logo স্বৈরাচার শেখ হাসিনার নেতাকর্মীরা দেড় লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন – মান্না Logo বুড়িচংয়ে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে পুলিশে সোপর্দ Logo বিএনপি জনগণের আশা ও স্বপ্নপূরণে বদ্ধপরিকর … ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন Logo দুখু মিয়া Logo বালুর রাজ্য থেকে সবুজ ভূমি: সিনচিয়াংয়ের রূপান্তরের গল্প Logo পবায় নারী কে গলা কেটে হত্যা Logo ব্রাহ্মণপাড়ায় নারী মাদককারবারী গ্রেফতার

শেরপুরে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

মোঃ বেলায়েত, হোসেন শেরপুর

শেরপুর জেলার সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া ব্রিজ সংলগ্ন একটি রাস্তার পাশে গলায় রশি প্যাঁচানো অবস্থায় হোসেন আলী (১৫) নামে এক কিশোর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪আগস্ট) বিকেল ৩টার দিকে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত হোসেন আলী ওই ইউনিয়নের চককুমরী গ্রামের আইসক্রিম বিক্রেতা সিরাজ আলী ওরফে বুচার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাতে জানা গেছে, রবিবার আসরের নামাজের পর হোসেন আলী ভাড়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু গভীর রাত পর্যন্ত সে ফিরে না আসায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে। আজ সোমবার বিকেলে খরখরিয়া ব্রিজের পাশে রাস্তায় পানিতে অর্ধ-ডুবন্ত একটি টি-শার্ট দেখতে পেয়ে মনিরাজ নামে এক তরুণ চিৎকার দিলে স্থানীয় জনতা ঘটনাস্থলে জড়ো হয় এবং এক পর্যায়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় কিশোর হোসেন আলীর মরদেহ দেখতে পায়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম।

তিনি জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, হত্যাকারীদের চিহ্নিত করতে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে তিনজোড়া জুতা উদ্ধার করা হয়েছে, যা সম্ভাব্য হত্যাকারীদের বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর দাবি, নিহত হোসেন আলীর ছিনতাইকৃত অটোরিকশাটি শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের চিথলিয়া বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

নিহতের স্বজন ও এলাকাবাসীর দাবি, হোসেন আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গলাচিপা-রাঙ্গাবালী নৌপথে স্পিডবোট ধর্মঘট: যাত্রী ভোগান্তি চরমে

SBN

SBN

শেরপুরে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

মোঃ বেলায়েত, হোসেন শেরপুর

শেরপুর জেলার সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া ব্রিজ সংলগ্ন একটি রাস্তার পাশে গলায় রশি প্যাঁচানো অবস্থায় হোসেন আলী (১৫) নামে এক কিশোর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪আগস্ট) বিকেল ৩টার দিকে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত হোসেন আলী ওই ইউনিয়নের চককুমরী গ্রামের আইসক্রিম বিক্রেতা সিরাজ আলী ওরফে বুচার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাতে জানা গেছে, রবিবার আসরের নামাজের পর হোসেন আলী ভাড়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু গভীর রাত পর্যন্ত সে ফিরে না আসায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে। আজ সোমবার বিকেলে খরখরিয়া ব্রিজের পাশে রাস্তায় পানিতে অর্ধ-ডুবন্ত একটি টি-শার্ট দেখতে পেয়ে মনিরাজ নামে এক তরুণ চিৎকার দিলে স্থানীয় জনতা ঘটনাস্থলে জড়ো হয় এবং এক পর্যায়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় কিশোর হোসেন আলীর মরদেহ দেখতে পায়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম।

তিনি জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, হত্যাকারীদের চিহ্নিত করতে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে তিনজোড়া জুতা উদ্ধার করা হয়েছে, যা সম্ভাব্য হত্যাকারীদের বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর দাবি, নিহত হোসেন আলীর ছিনতাইকৃত অটোরিকশাটি শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের চিথলিয়া বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

নিহতের স্বজন ও এলাকাবাসীর দাবি, হোসেন আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।