
মো: বেলায়েত হোসেন, শেরপুর
শেরপুরে সদর উপজেলার ১৪ নং বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়নে যাত্রা শুরু করেছে নতুন ইউনিয়ন ভুমি অফিস। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বুধবার বিকেলে নতুন এ ভূমি অফিসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনা করেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. দেওয়ান আলী। স্থানীয় জনগণের বহুদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে ভুমি অফিসের কার্যক্রম বাস্তবায়িত হওয়ায় ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৪ নং বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অপু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নান্দিনা শেখ আনোয়ার কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. ইমান আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মজিবুর রহমান, বিএনপি নেতা খলিলুর রহমান প্রমুখ। নিকাহ রেজিস্টার কাজী মো. মাজহারুল আনোয়ার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা যুবদলের সহ-সভাপতি এবিএম সুমন সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বেতমারি-ঘুঘুরাকান্দি ইউনিয়নের বাসিন্দা জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মজিবুর রহমান বলেন, এই ভূমি অফিস আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। অনেক পথ পাড়ি দিয়ে রৌহা ইউনিয়নে গিয়ে আমাদেরকে জমির খাজনাপাতি, খারিজ করতে অনেক সমস্যার সম্মুখিন হতে হতো। দিনের পর দিন ঘুরতে হতো। আগে একটি দলিল বা খারিজের জন্য অনেক হয়রানি হতো, এই ইউনিয়ন ভুমি অফিস চালুর ফলে এখন তা সহজতর হবে। এ ভুমি অফিসটি চালুর জন্য আমরা এলাকার লোকজন নানাভাবে চেষ্টা করেছি, লজিস্টিক সাপোর্ট দিয়েছি। দলমত নির্বিশেষে আমরা সবাই এই ভুমি অফিস স্থাপন ও এর উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছি।