ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে মহারশি নদীর বাঁধ ভেঙে অন্তত ১০ গ্রাম প্লাবিত

মোঃ বেলায়েত হোসেন, শেরপুর

গত কয়েকদিনের অবিরাম বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুরের ভোগাই, চেল্লাখালী, মহারশি ও সোমেশ্বরীসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে মহারশি নদীর বাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে মহারশি নদীর রামেরকুড়া ও খৈলকুড়া এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় বিস্তীর্ণ ফসলি জমি ও ঘরবাড়ির পাশাপাশি সদর বাজারের প্রধান সড়ক ও বাজারের দোকানপাট প্লাবিত হয়েছে। একই সঙ্গে ডুবে গেছে বহু মাছের প্রকল্প। আকস্মিক এ বন্যায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, বন্যা মোকাবেলায় সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এবং শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

SBN

SBN

শেরপুরে মহারশি নদীর বাঁধ ভেঙে অন্তত ১০ গ্রাম প্লাবিত

আপডেট সময় ০৬:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

মোঃ বেলায়েত হোসেন, শেরপুর

গত কয়েকদিনের অবিরাম বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুরের ভোগাই, চেল্লাখালী, মহারশি ও সোমেশ্বরীসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে মহারশি নদীর বাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে মহারশি নদীর রামেরকুড়া ও খৈলকুড়া এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় বিস্তীর্ণ ফসলি জমি ও ঘরবাড়ির পাশাপাশি সদর বাজারের প্রধান সড়ক ও বাজারের দোকানপাট প্লাবিত হয়েছে। একই সঙ্গে ডুবে গেছে বহু মাছের প্রকল্প। আকস্মিক এ বন্যায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, বন্যা মোকাবেলায় সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এবং শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।