
মোঃ বেলায়েত হোসেন, শেরপুর
শেরপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের অভিযানে বাস-ট্রাক চালককে জরিমানা আদায়সহ অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে। ১৭ আগস্ট রোববার শেরপুর শহরের গৌরীপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’র আওতায় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লংঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ জন ট্রাক-বাস চালককে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও ১৯টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
ভ্রাম্যমাণ আদালতে জেলা পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহায়তা করেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।