
মোঃ বেলায়েত হোসেন, শেরপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যা প্রচারণা এবং সম্প্রতি রাজধানীর মিডফোর্ড হাসপাতাল সংলগ্ন এলাকায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে শেরপুর জেলা শ্রমিক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ জুলাই সোমবার বিকেল ৪টায় জেলা শহরের রঘুনাথ বাজার জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শওকত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম স্বপন, এস.এম শহিদুল ইসলাম।
এসময় নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিক দল আজ আর নিছক রাজনৈতিক সংগঠন নয়, এটি হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের অপ্রতিরোধ্য শক্তি। তারেক রহমান দেশের গণতন্ত্রের প্রতীক। তাকে নিয়ে কোন চক্রান্ত বরদাস্ত করা হবে না ভবিষ্যতে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দল রাজপথেই রুখে দাঁড়াবে।
বিক্ষোভ মিছিলে শ্রমিক নেতা আশরাফুল ইসলাম জোন সহ জেলা ও উপজেলার শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুক্তির লড়াই ডেস্ক : 


























