
মো: বেলায়েত হোসেন, শেরপুর
শেরপুরে ‘সড়ক নিরাপত্তা বিষয়ক জেলা কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন তরফদার মাহমুদুর রহমান।
এসময় তিনি সড়কের নিরাপত্তা নিশ্চিতকল্পে ও দুর্ঘটনারোধে চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলকে জোরালো ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন।
সভায় শেরপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, শেরপুর আর্মি ক্যাম্পের কমান্ডার, শেরপুর ডায়াবেটিক হাসপাতালের সভাপতি, বিশিষ্ট মানবাধিকার কর্মী রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি জাকারিয়া মো. আব্দুল বাতেন, ট্রাফিক পুলিশের পরিদর্শক তারিকুল ইসলাম, জেলা পরিবহন মালিক ও চালক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
মুক্তির লড়াই ডেস্ক : 



























