শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের বালু মহল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে এবং বালু পরিবহন করতে কুলুরচর সামাজিক কবরস্থানের উপর দিয়ে রাস্তা বানানোর অভিযোগে উঠেছে ওই ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মোঃ আব্দুল কুদ্দুস গংদের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের বাসিন্দা মৃত নহ সেখের ছেলে ওই ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একই এলাকার সংঘবদ্ধ মৃত রেহান আলীর ছেলে মোঃ ওহাজ আলী, মৃত গাজীউর রহমানের ছেলে নূর ইসলাম, হাকীম সরকারের ছেলে আমিনুল ইসলাম ও জামালপুর জেলার বানিয়া বাজার মহল্লার সিপার উদ্দিনের ছেলে আকরাম হোসেন গংরা বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃক শেরপুর ব্রহ্মপুত্র নদ খননের উত্তোলিত বালু যোগসাজাগ করে প্রতিদিন শতশত ট্রাক ও মাহিন্দ্র ট্রাক্টার গাড়িতে বহন করে বিক্রয় করছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এসব বালুবাহী গাড়ি চলাচলের জন্য কুলুরচর সামাজিক কবরস্থানের জায়গাটিও রাস্তা বানানো হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় এলাকাবাসীর এমনটাই অভিযোগ।
এলাকাবাসী জানায়, বিআইডব্লিউটিএ’র কতিপয় কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজস করে সরকারি এসব বালু সংঘবদ্ধ চক্রটি দিবারাত্র শতশত ট্রাক এবং মাহিন্দ্র ট্রাক্টার দিয়ে অবৈধভাবে বালু বিক্রি করে সরকারি সম্পদ লুটপাট করে যাচ্ছে। এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব আয়, আর লাভবান হচ্ছেন ওই অবৈধ বালু ব্যবসার সাথে জড়িত সংঘবদ্ধ চক্রটি।
এদিকে ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি তার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে বলেন, সামাজিক কবরস্থানের উপর দিয়ে অবৈধ বালু ব্যবসারা রাস্তা বানিয়েছে মূলত কতিপয় অবৈধ বালু ব্যবসায়ীরা।
এছাড়া আমি তাদের সামাজিক কবরস্থানের উপর দিয়ে রাস্তা বানানোর সময় বাধা দিয়েছি। আমার সাথে যাদের নাম বলা হয়েছে মূলত তারাই অবৈধ বালু ব্যবসায়ী এবং তারা আমার কোন সহযোগি নয়।
অপরদিকে শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া এর সাথে কথা হলে তিনি বলেন, বিআইডব্লিউটিএ’র উত্তোলিত বালুর বিষয়টি যেহেতু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আওতায় রয়েছে সেখানে আমাদের কোন হস্তক্ষেপ নেই। তবে ব্রহ্মপুত্র নদের বালু অবৈধভাবে উত্তোলন ও পাচারকারী যেই হোক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও কুলুরচর সামাজিক কবরস্থানের উপর দিয়ে অবৈধভাবে রাস্তা বানিয়ে বালুবাহী গাড়ি চলাচলের বিষয়টিও তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন বলে তিনি এমনটাই জানান।