ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্রাহ্মণপাড়ায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব Logo পলাশবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo মহেশখালীতে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদসহ ৩ কুখ্যাত সন্ত্রাসী আটক Logo বাহারছড়ার গহীন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জন উদ্ধার Logo মানবাধিকার পরিষদে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে চীন Logo চীন প্রতিষ্ঠার বার্ষিকীতে প্রেসিডেন্টের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা Logo জাতিসংঘভিত্তিক শান্তি ও উন্নয়ন স্বপ্ন বাস্তবায়নে বেইজিংয়ের প্রতিশ্রুতি Logo বর আসার আগেই বাড়িতে হাজির পুলিশসহ উপজেলা প্রশাসন Logo গাইবান্ধায় শিক্ষা প্রকৌশল বিভাগের ২ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা Logo দুর্নীতির দায়ে ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউপি চেয়ারম্যানে পদ শূন্য ঘোষণা

শেরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে শান্তিময় সমাজ বিনির্মাণে মতবিনিময় সভা

মোঃ বেলায়েত হোসেন, শেরপুর

দেশের চলমান সংকট নিরসনে এবং একটি অসাম্প্রদায়িক ও শান্তিময় সমাজ বিনির্মাণে তওহীদভিত্তিক আদর্শ রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে হেযবুত তওহীদ। এ লক্ষ্যে শনিবার (২৭সেপ্টেম্বর) সকালে শেরপুর পৌর শহরের নিউ আলিশান রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা হেযবুত তওহীদের আয়োজিত এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি মো. মশিউর রহমান।

এসময় আলোচনায় অংশ নেন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এমানুল হক রানা, শেরপুর জেলা সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া, জেলা মহিলা নেত্রী রোজিনা আক্তারসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

মশিউর রহমান তার বক্তব্যে বলেন, “মানবজাতির সার্বিক শান্তি ও কল্যাণ নিশ্চিত করার জীবনব্যবস্থা আল্লাহই দিয়েছেন। মানুষ তৈরি কোনো মতবাদ বা ব্যবস্থা পৃথিবীতে শান্তি কায়েম করতে পারেনি এবং পারবেও না।” তিনি আরও বলেন, “রাষ্ট্রের সর্বময় ক্ষমতার মালিক জনগণ নয়, একমাত্র আল্লাহ। তাই সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি অবশ্যই তওহীদভিত্তিক হতে হবে।”

তিনি তওহীদভিত্তিক ‘আদর্শ রাষ্ট্রব্যবস্থা’র রূপরেখা তুলে ধরে বলেন, “এই ব্যবস্থা কোনো পক্ষপাতহীন ধারা নয়, বরং এখানে থাকবে মানবজাতির সার্বিক কল্যাণের নিশ্চয়তা। এতে নিশ্চিত হবে সকলের সমান অধিকার, মানবাধিকার, বাকস্বাধীনতা ও জীবনের নিরাপত্তা।”

গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানের ছলচাতুরি, ভ্রান্ত তথ্য প্রচার, মিথ্যা প্রতিবেদন তৈরি এবং একপক্ষীয় সংবাদ পরিবেশনের মতো অপতৎপরতা থেকে বেরিয়ে এসে গণমাধ্যমকে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত অন্য বক্তারাও শান্তিপূর্ণ সমাজ গঠনে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক উদ্যোগের প্রসঙ্গে আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন, শেরপুর জেলা সাধারণ সম্পাদক মো. মুসুম মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের শেরপুর জেলা সভাপতি মুনিরুজ্জামান পানা, ময়মনসিংহ বিভাগের সভাপতি এমামুল হক বাশা, নারী নেত্রী রোজিনা আক্তারসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব

SBN

SBN

শেরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে শান্তিময় সমাজ বিনির্মাণে মতবিনিময় সভা

আপডেট সময় ০২:১৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

মোঃ বেলায়েত হোসেন, শেরপুর

দেশের চলমান সংকট নিরসনে এবং একটি অসাম্প্রদায়িক ও শান্তিময় সমাজ বিনির্মাণে তওহীদভিত্তিক আদর্শ রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে হেযবুত তওহীদ। এ লক্ষ্যে শনিবার (২৭সেপ্টেম্বর) সকালে শেরপুর পৌর শহরের নিউ আলিশান রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা হেযবুত তওহীদের আয়োজিত এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি মো. মশিউর রহমান।

এসময় আলোচনায় অংশ নেন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এমানুল হক রানা, শেরপুর জেলা সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া, জেলা মহিলা নেত্রী রোজিনা আক্তারসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

মশিউর রহমান তার বক্তব্যে বলেন, “মানবজাতির সার্বিক শান্তি ও কল্যাণ নিশ্চিত করার জীবনব্যবস্থা আল্লাহই দিয়েছেন। মানুষ তৈরি কোনো মতবাদ বা ব্যবস্থা পৃথিবীতে শান্তি কায়েম করতে পারেনি এবং পারবেও না।” তিনি আরও বলেন, “রাষ্ট্রের সর্বময় ক্ষমতার মালিক জনগণ নয়, একমাত্র আল্লাহ। তাই সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি অবশ্যই তওহীদভিত্তিক হতে হবে।”

তিনি তওহীদভিত্তিক ‘আদর্শ রাষ্ট্রব্যবস্থা’র রূপরেখা তুলে ধরে বলেন, “এই ব্যবস্থা কোনো পক্ষপাতহীন ধারা নয়, বরং এখানে থাকবে মানবজাতির সার্বিক কল্যাণের নিশ্চয়তা। এতে নিশ্চিত হবে সকলের সমান অধিকার, মানবাধিকার, বাকস্বাধীনতা ও জীবনের নিরাপত্তা।”

গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানের ছলচাতুরি, ভ্রান্ত তথ্য প্রচার, মিথ্যা প্রতিবেদন তৈরি এবং একপক্ষীয় সংবাদ পরিবেশনের মতো অপতৎপরতা থেকে বেরিয়ে এসে গণমাধ্যমকে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত অন্য বক্তারাও শান্তিপূর্ণ সমাজ গঠনে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক উদ্যোগের প্রসঙ্গে আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন, শেরপুর জেলা সাধারণ সম্পাদক মো. মুসুম মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের শেরপুর জেলা সভাপতি মুনিরুজ্জামান পানা, ময়মনসিংহ বিভাগের সভাপতি এমামুল হক বাশা, নারী নেত্রী রোজিনা আক্তারসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।