
চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র উদ্যোগে, “এক বিশ্ব হিসেবে ঐক্যবদ্ধ, শান্তির কণ্ঠস্বর” শীর্ষক চলচ্চিত্র কনসার্ট, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক লিংকন সেন্টার ফর দা আর্টসে অনুষ্ঠিত হয়।
বৈশ্বিক যোগাযোগ বিভাগের উপ-মহাসচিব মেলিসা ফ্লেমিং এক ভিডিও-বার্তায় অনুষ্ঠানের সাফল্য কামনা করে বলেন, সংগীতের আত্মাকে প্রশান্ত করার অনন্য শক্তি আছে এবং ভাষা ও সংস্কৃতির পার্থক্য অতিক্রম করে, মানুষকে সংযুক্ত করতে পারে।
সিএমজি’র প্রধান শেন হাইসিয়ং বলেন, সংগীত ও চিত্র মানবজাতির অভিন্ন ভাষা। দায়িত্বশীল আন্তর্জাতিক প্রথম শ্রেণীর প্রধান তথ্যমাধ্যম হিসেবে, সিএমজি ‘জাতিসংঘে প্রবেশ করা’ শীর্ষক অনুষ্ঠানটি জাতিসংঘ টিভি স্টেশনে নিয়মিতভাবে প্রচার করে, যা বাস্তবে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত চারটি বিশ্ব উদ্যোগ অনুশীলনের বহিঃপ্রকাশ। সিএমজি সংগীতের মাধ্যমে শান্তি ছড়িয়ে দেয়, সুরের মাধ্যমে বিজয়ীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, শিল্পের মাধ্যমে মতৈক্য সৃষ্টি করে, এবং সংলাপের মাধ্যমে পারস্পরিক সভ্যতার বিকাশ ঘটায়।
এ পর্যন্ত, এপি, এনবিসি, এফএক্স নেটওয়ার্কস ও ইয়াহু ফাইন্যান্সসহ যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, জার্মানি, স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়াসহ ৫৮টি দেশ ও অঞ্চলের ১৩১৭টি প্রধান মিডিয়া কার্যক্রমটি সম্পর্কে রিপোর্ট করেছে।
সূত্র :প্রেমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।