
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জাতীয় সংসদে দাঁড়িয়ে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
শনিবার (২৪ জুন) দুপুরে সরাইল উপজেলা পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিক উদ্দিন ঠাকুর লিখিত বক্তব্য পড়ে শুনান। তিনি লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি সংরক্ষিত মহিলা আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) তার স্বামী ইকবাল আজাদ, ভাসুর ও শশুরকে হত্যা করা হয়েছে বলে মহান সংসদে দাঁড়িয়ে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইকবাল আজাদ হত্যাকান্ডের মিথ্যা মামলায় আমাদের আজও হয়রানী করা হচ্ছে। তার স্বামীর প্রকৃত খুনিদের বাদ দিয়ে সরাইল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ জনকে আসামী করে মামলার মাধ্যমে সরাইল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার একটি অপচেষ্টা করছেন।
তিনি লিখিত বক্তব্যে, ইকবাল আজাদ হত্যা মামলাটি পূনঃ তদন্ত ও হত্যাকান্ডে জড়িত প্রকৃত দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং নির্দোষ ব্যাক্তিদের অব্যাহতি প্রদানের দাবি জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইসমত আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি শফিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিব মিয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাজী ইকবাল হোসেনসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
মুক্তির লড়াই ডেস্ক : 


























