টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ফ্লেক্সিলোড-বিকাশ ব্যবসায়ীসহ দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি বাংলা বাজার এলাকায় সড়কে কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী শাহজালাল মিয়া (৩৫) ও একই গ্রামের নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৫) এর
মৃতদেহ পাওয়া যায়।
কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে শাহজালাল রাতে বাড়িতে ফিরছিলেন। এসময় তার সঙ্গে পাশের বাড়ির আরও এক ব্যক্তি ছিল। তারা ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌছালে দূর্বৃত্তরা তাদের কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে যায়। বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গিয়ে লাশ দুইটি উদ্ধার করেছে। মরদেহ উদ্ধারের পর সুরতহাল করা হচ্ছে। আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। কি কারণে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত করে পরে জানা যাবে।