ডেস্ক রিপোর্টঃ কয়েক মাস ধরেই বাজার চড়া, এরপর থেকে কোনো মাছের দামই আর কমেনি। বাজারে সবচেয়ে কম দামের মাছ হিসেবে পাওয়া যেত চাষের পাঙাশ। বাজারের ঊর্ধ্বগতি প্রভাব থেকে বাদ যায়নি এই মাছও। কয়েক মাস আগে ১২০ থেকে ১৫০ টাকা দরে পাওয়া গেলেও মাঝে কেজি ১৬০ টাকা থেকে ১৮০ টাকায় গিয়ে দাঁড়িয়েছিল। বর্তমানে ২০০ টাকা বা তার চেয়েও বেশিতে গিয়ে ঠেকেছে পাঙাশ মাছের দর।
শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, একটু ছোট সাইজের পাঙাশ ১৮০ টাকায় বিক্রি হলেও মাঝারি সাইজের পাঙাশ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। এছাড়া বিলের পাঙ্গাস দাবি করা মাছগুলোর দাম চাওয়া হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.