ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সবাই বল

সবাই বল
সাবিনা সিদ্দিকী শিবা

সবাই ভাবে আমি নাকি
দুঃখ বুকে পুষি,
সবাই ভালো থাকে যদি
তাতেই আমি খুশি।

আমি বলি দুঃখ কি রে
দিলাম ধুয়েমুছে,
হেসেখেলে সাজবে জীবন
নিজের মতো গুছে।

সবাই বলে রঙের ছিটা
নেই তো আমার মাঝে,
ধূসর হাওয়া গায়ে মেখে
ব্যস্ত থাকি কাজে।

আমি বলি ছাড় তো বাপু
শোক যে আমার বুকে,
দুঃখের মাঝে হাসতে জানলে
মানুষ থাকে সুখে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই বল

আপডেট সময় ০৬:৩৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

সবাই বল
সাবিনা সিদ্দিকী শিবা

সবাই ভাবে আমি নাকি
দুঃখ বুকে পুষি,
সবাই ভালো থাকে যদি
তাতেই আমি খুশি।

আমি বলি দুঃখ কি রে
দিলাম ধুয়েমুছে,
হেসেখেলে সাজবে জীবন
নিজের মতো গুছে।

সবাই বলে রঙের ছিটা
নেই তো আমার মাঝে,
ধূসর হাওয়া গায়ে মেখে
ব্যস্ত থাকি কাজে।

আমি বলি ছাড় তো বাপু
শোক যে আমার বুকে,
দুঃখের মাঝে হাসতে জানলে
মানুষ থাকে সুখে।