গত শুক্রবার চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজি’র ‘২০২৫ বসন্ত উৎসব গালা’ সফলভাবে দ্বিতীয় মহড়া সম্পন্ন করেছে। মৌলিক গান ও নৃত্য, ক্রস-টক স্কেচ, অপেরা, সৃজনশীল অনুষ্ঠান ইত্যাদি বিভিন্ন ধরণের অনুষ্ঠানের মান উন্নত হচ্ছে, বিভিন্ন সংযোগ মসৃণ হচ্ছে এবং শৈল্পিক প্রকাশ, মঞ্চ নকশা ও বাধা-মুক্ত সম্প্রচার ক্ষেত্রে উদ্ভাবন ও সৃজনশীলতা বৃদ্ধি পাচ্ছে।
২০২৫ সালের বসন্ত উৎসবের অনুষ্ঠানে ভার্চুয়াল রিয়েলিটি, খালি-চোখে থ্রিডি এবং আল্ট্রা-হাই-ডেফিনিশন ভিজ্যুয়াল প্রজেকশনের মতো প্রযুক্তিগুলি ব্যবহার করা হবে। এ কর্মসূচিতে অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার এবং বসন্ত উৎসবের লোকজ উপাদান যেমন কাগজ কাটা, ছায়া পুতুলনাচ, চাইনিজ নট ও উইন্ডমিল থাকবে। এ বসন্ত উৎসব গালা প্রথমবারের মতো ‘বসন্ত উৎসব গালা এক্সপেরিয়েন্স অফিসার’ প্রকল্প চালু করেছে। যা সাধারণ মানুষকে বসন্ত উৎসব গালা কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে। তারা এমন মানুষ, যারা উন্নত জীবনের জন্য নিজের কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করেন।
এ বছরের বসন্ত উৎসবে প্রথমবারের মতো দৃষ্টি প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাধা-মুক্ত সম্প্রচার ব্যবস্থা চালু করা হবে। ফলে দৃষ্টি প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা বসন্ত উৎসব “দেখতে” ও “শুনতে” পারবেন। এ বছর, সারা দেশে শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী ৪ কোটি ৫০ লাখেরও বেশি মানুষ বসন্ত উৎসবের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন এবং বাধামুক্ত সম্প্রচারের মাধ্যমে নববর্ষের আগের দিন একসাথে কাটাতে পারবেন।
এ ছাড়া, সিসিটিভি ভিডিও ও সিসিটিভি নিউজ ক্লায়েন্ট ‘বসন্ত উৎসব গালার’ জন্য একটি বিশেষ বিভাগ চালু করেছে। বিভাগগুলো বসন্ত উৎসব গালার সর্বশেষ খবরগুলি প্রচার করছে। যা ব্যবহারকারীদের জন্য ওয়ান-স্টপ পরিষেবা দেবে।
সূত্র: স্বর্ণা-তৌহিদ-ইয়ু, চায়না মিডিয়া গ্রুপ।