
হাসিনা সুলতানা
সময়ের পাখি বেঁচে আছি এই আমি
আসিবো ফিরে কোন এক গগণ জুড়ে
উড়িবো আবার এই নীড়ে
ভুলা কি যায় এই নীড়ের বন্ধন
যে বন্ধন গড়েছি এই আমি আপ্রাণ ভালোবাসায়,
সময়ের পাখি বেঁচে আছি এই আমি
বিধাতা রেখেছেন আজও বাঁচিয়ে
জানিনে এই আলো অন্ধকারের খেলায়
নিয়তির লিখনে আছে কি খন্ডন
মৃত্যুর মুখ থেকে এসেছে ফিরিয়া
আবারও সবার মাঝে ভালোবাসার এই বন্ধনে!
দু’দিনের পাখি এই আমি এই পৃথিবীর বুকে
সময়ের পাখি হয়ে বেঁচে আছি এই আমি
পেয়েছি কারো ভালোবাসা
পেয়েছি কারো তিরস্কার চলার এই পথে
করিনি কভু কালো মুখ খানি
আলো আঁধারের খেলায়
হাসি মুখে নিজেকে নিয়েছি মানিয়ে
সময়ের এই পাখি হয়ে হয়তো চলে যাবো
তখন হয়তো রবে না কভু কারো মনে।