ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ, ৭ দফায় জোর দাবি Logo জুলাই-আগষ্টের শহিদের স্মরণে ও আহতদের সু-স্বাস্থ্য কামনায় ঝিনাইগাতীতে দোয়া অনুষ্ঠিত Logo ফকিরহাটে ১২০০পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি আটক Logo সিলেটে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার Logo চান্দিনায় ‘এক শহীদ, এক বৃক্ষ’ রোপণ কর্মসূচি পালিত Logo লালমনিরহাটে জাসাস এর মানববন্ধন Logo জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থানে নিহত শহীগনের স্মরণে বরুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিতউপলক্ষে Logo বেইজিংয়ে কেন্দ্রীয় শহর কর্মসম্মেলন Logo রূপসায় অরবিন্দ মন্ডল বুলুর স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে ডোবা নবারুন সংঘ Logo ‘চীন-মার্কিন যুব বন্ধুত্ব,২০২৫’ অনুষ্ঠানে চীনের ফার্স্ট লেডি

সরকারই উস্কানি দিয়ে এনসিপিকে গোপালগঞ্জ পাঠিয়েছে. ড. রেদোয়ান আহমেদ

চান্দিনা প্রতিনিধি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব বীরমুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন- এনসিপি সরকারের দল, সরকারই উস্কানি দিয়ে তাদেরকে গোপালগঞ্জ পাঠিয়েছে। সরকার তাদের মদদ দিয়েই এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে, যাতে বলতে পারে দেশে এখনও নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় নাই।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে তাঁর নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপি’র কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন- কোন রাজনৈতিক দলকে পাহারা দিয়ে রাজনৈতিক কর্মসূচী পালন করতে দেয়া সরকারের দায়িত্ব নয়। এই সরকার অন্য কোন রাজনৈতিক দলকে ওই সুযোগ দিচ্ছে না, দেয়ার কথাও না। কিন্তু যে দলটি এখনও নির্বাচন কমিশনের নিবন্ধনই পায়নি ওই একটি দলকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচী পালন করতে সহযোগিতা করছে।

সাবেক ওই প্রতিমন্ত্রী আরও বলেন- গোপালগঞ্জ দেশের একটি ছোট্ট জেলা। মাত্র ৩টি আসন নিয়ে জেলাটি গঠিত। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছে, কোথাও বাঁধাগ্রস্থ হয়নি। গোপালগঞ্জে কেন বাঁধাগ্রস্থ হয়েছে ?
সরকারের তরফ থেকে বলা হচ্ছে তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল না। যেখানে পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে, ইউএনও গাড়িতে হামলা করেছে এবং যে জেলার মানুষ শেখ মুজিব বা শেখ হাসিনার জন্য জীবন দিয়ে দিতে পারে ওই জেলায় গিয়ে আপনার লোকজন ‘মুজিববাদ মুর্দাবাদ, শেখ হাসিনা ও শেখ মুজিবের সব শেষ করে দিবো’ এ জাতীয় বক্তব্য দেয়া বা শ্লোগান দিলে কি হতে পারে সেই ধারণা সরকারের না থাকাটা কতটুকু যৌক্তিক ?

বীরমুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন- রাজনীতিবিদরাই এদেশ সৃষ্টি করেছে, রাজনীতিবিদরাই এদেশ স্বাধীন করেছে। আপনার মতো বিদ্বান লোকেরা সেদিন আল্লাহ আল্লাহ করেছেন, কিন্তু মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন নাই। দেশ কিভাবে পরিচালনা করতে হয় সেটা রাজনীতিবিদরাই জানে। এসব তালবাহানা না করে দ্রুত নির্বাচন দিন।

এতবারপুর ইউনিয়ন এলডিপি সভাপতি জয়নাল আবেদীন মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, এলডিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের।

চান্দিনা পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাত হোসেন এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা গণতান্ত্রিক যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দিন সরকার, ইউনিয়ন এলডিপি সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, এলডিপি নেতা কাউসার আহমেদ কাকুল, মোজাম্মেল হক, রাসেল প্রমুখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ, ৭ দফায় জোর দাবি

SBN

SBN

সরকারই উস্কানি দিয়ে এনসিপিকে গোপালগঞ্জ পাঠিয়েছে. ড. রেদোয়ান আহমেদ

আপডেট সময় ০৭:৩৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

চান্দিনা প্রতিনিধি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব বীরমুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন- এনসিপি সরকারের দল, সরকারই উস্কানি দিয়ে তাদেরকে গোপালগঞ্জ পাঠিয়েছে। সরকার তাদের মদদ দিয়েই এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে, যাতে বলতে পারে দেশে এখনও নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় নাই।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে তাঁর নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপি’র কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন- কোন রাজনৈতিক দলকে পাহারা দিয়ে রাজনৈতিক কর্মসূচী পালন করতে দেয়া সরকারের দায়িত্ব নয়। এই সরকার অন্য কোন রাজনৈতিক দলকে ওই সুযোগ দিচ্ছে না, দেয়ার কথাও না। কিন্তু যে দলটি এখনও নির্বাচন কমিশনের নিবন্ধনই পায়নি ওই একটি দলকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচী পালন করতে সহযোগিতা করছে।

সাবেক ওই প্রতিমন্ত্রী আরও বলেন- গোপালগঞ্জ দেশের একটি ছোট্ট জেলা। মাত্র ৩টি আসন নিয়ে জেলাটি গঠিত। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছে, কোথাও বাঁধাগ্রস্থ হয়নি। গোপালগঞ্জে কেন বাঁধাগ্রস্থ হয়েছে ?
সরকারের তরফ থেকে বলা হচ্ছে তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল না। যেখানে পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে, ইউএনও গাড়িতে হামলা করেছে এবং যে জেলার মানুষ শেখ মুজিব বা শেখ হাসিনার জন্য জীবন দিয়ে দিতে পারে ওই জেলায় গিয়ে আপনার লোকজন ‘মুজিববাদ মুর্দাবাদ, শেখ হাসিনা ও শেখ মুজিবের সব শেষ করে দিবো’ এ জাতীয় বক্তব্য দেয়া বা শ্লোগান দিলে কি হতে পারে সেই ধারণা সরকারের না থাকাটা কতটুকু যৌক্তিক ?

বীরমুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন- রাজনীতিবিদরাই এদেশ সৃষ্টি করেছে, রাজনীতিবিদরাই এদেশ স্বাধীন করেছে। আপনার মতো বিদ্বান লোকেরা সেদিন আল্লাহ আল্লাহ করেছেন, কিন্তু মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন নাই। দেশ কিভাবে পরিচালনা করতে হয় সেটা রাজনীতিবিদরাই জানে। এসব তালবাহানা না করে দ্রুত নির্বাচন দিন।

এতবারপুর ইউনিয়ন এলডিপি সভাপতি জয়নাল আবেদীন মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, এলডিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের।

চান্দিনা পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাত হোসেন এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা গণতান্ত্রিক যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দিন সরকার, ইউনিয়ন এলডিপি সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, এলডিপি নেতা কাউসার আহমেদ কাকুল, মোজাম্মেল হক, রাসেল প্রমুখ।