ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার অর্থনীতির অঞ্চল বাতিল ঘোষণার প্রসঙ্গে Logo সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদ’সহ আটক-২ Logo বুড়িচংয়ে তিন জুয়ারীর ৭ দিনের জেল Logo প্রেমের টানে ভাগ্নের হাত ধরে মামী উধাও Logo বান্দরবানে পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ Logo ঢাকার শেরে বাংলা নগর থেকে ৩ ছিনতাইকারী আটক Logo বুড়িচংয়ে মাল বুঝাই অটোরিকশা খাদে পড়ে চালক নিহত Logo ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মের মানুষ নিরাপদে থাকবে- লাকসামে মিয়া গোলাম পরওয়ার Logo বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যু Logo দুর্ঘটনার ঝুঁকিতে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুঁদে শিক্ষার্থীরা

দুদকে ব্যারিস্টার সুমনের অভিযোগ

সরকারি জমিতে পাঁচতারকা শেরাটন হোটেল

সরকারি জমিতে পাঁচতারকা শেরাটন হোটেলের অনিয়ম নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিলেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

রোববার দুদকে অভিযোগপত্র জমা দেন তিনি।

এ বিষয়ে সুমন বলেন, রাজধানীর বনানীতে সিটি করপোরেশনের ৬০ কাঠা জায়গা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে ২০০৬ সালে একটি চুক্তি হয় বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের। বোরাকের ম্যানেজিং ডিরেক্টর মোহা. নূর আলীর সঙ্গে চুক্তিতে বলা হয়, বনানী কাঁচাবাজারের পশ্চিম পাশে ও বনানী কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে সিটি করপোরেশনের জমিতে ‘বনানী সুপার মার্কেট-কাম-হাউজিং কমপ্লেক্স’ নির্মাণ করা হবে। ভবনের ৩০ শতাংশ পাবে সিটি করপোরেশন, ৭০ শতাংশ নির্মাতা প্রতিষ্ঠান।

তিনি বলেন, আমার প্রথম প্রশ্ন হচ্ছে— বনানীর মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এমন অসম চুক্তি কীভাবে হয়? এ চুক্তিতেই দুর্নীতির গন্ধ পাওয়া যায়। আর এটি নিশ্চিত হয়েছে যেভাবে তা হলো— যে ৩০ শতাংশ পাবে সিটি করপোরেশন, সে ভাগের সম্পদের মূল্য প্রায় ৫৫০ কোটি টাকা। কিন্তু সে হিস্যা গত এক দশকেও বুঝে পায়নি সিটি করপোরেশন। উল্টা চুক্তির শর্ত লঙ্ঘন করে ১৪ তলার স্থলে ২৮ তলা ভবন নির্মাণ করে পুরোটাই নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বোরাক।

ব্যারিস্টার সুমন বলেন, ২০০৬ সালে চুক্তি হয়, ২০১০ সালে সেটি হস্তান্তর করার কথা ছিল, সেখানে এখন ২০২৩ সাল চলে। প্রায় ১৪ বছর ধরে বোরাক রিয়েল এস্টেট শেরাটন হোটেলের মতো একটি আন্তর্জাতিক হোটেল তারা নিয়ে আসছে, কিন্তু একটি টাকাও এখন পর্যন্ত সিটি করপোরেশন পায়নি।

সেই সময় মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি কীভাবে এমন অসম চুক্তি করতে পারেন— প্রশ্ন তোলেন ব্যারিস্টার সুমন। তিনি বলেন, যে বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন, তিনি কীভাবে একটি বেসরকারি রিয়েল এস্টেটের মালিককে রাষ্ট্রের সম্পত্তির ৭০ শতাংশ মালিকানা দিয়ে দেন। এটা আমার বোধগম্য হয় না।

গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, আমার মনে হয় মোহা. নূর আলীর মুখোমুখি হওয়ার মতো শক্তি আমাদের সিটি করপোরেশনের নেই।

ব্যারিস্টার সুমন বলেন, নতুন বাজেটে যাদের শুধু টিন আছে, তাদেরও দুই হাজার টাকা কর ধার্য করা হয়েছে। এ বিষয়ে আমি কিছু বলব না। আমদের কষ্ট করে হলেও এই টাকা আমরা হয়তো দেব, কিন্তু সেখানে ১৪ বছর ধরে কোটি কোটি টাকা পড়ে আছে, আপনারা সেখানে কিছুই বলবেন না? এ কারণে আমার মনে হয়েছে— একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার এ অভিযোগটি করা উচিত।

গত ১ জুন দেশের একটি গণমাধ্যমে ‘বনানীতে ২৮ তলা ভবন সরকারি জমিতে পাঁচতারকা হোটেল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে উঠে আসে কীভাবে ১৪ তলার চুক্তি করে ২৮ তলা ভবন বানিয়ে ভোগদখল করছে বোরাক রিয়েল এস্টেট। অথচ জমির মালিক সিটি করপোরেশন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার অর্থনীতির অঞ্চল বাতিল ঘোষণার প্রসঙ্গে

SBN

SBN

দুদকে ব্যারিস্টার সুমনের অভিযোগ

সরকারি জমিতে পাঁচতারকা শেরাটন হোটেল

আপডেট সময় ০৪:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩

সরকারি জমিতে পাঁচতারকা শেরাটন হোটেলের অনিয়ম নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিলেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

রোববার দুদকে অভিযোগপত্র জমা দেন তিনি।

এ বিষয়ে সুমন বলেন, রাজধানীর বনানীতে সিটি করপোরেশনের ৬০ কাঠা জায়গা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে ২০০৬ সালে একটি চুক্তি হয় বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের। বোরাকের ম্যানেজিং ডিরেক্টর মোহা. নূর আলীর সঙ্গে চুক্তিতে বলা হয়, বনানী কাঁচাবাজারের পশ্চিম পাশে ও বনানী কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে সিটি করপোরেশনের জমিতে ‘বনানী সুপার মার্কেট-কাম-হাউজিং কমপ্লেক্স’ নির্মাণ করা হবে। ভবনের ৩০ শতাংশ পাবে সিটি করপোরেশন, ৭০ শতাংশ নির্মাতা প্রতিষ্ঠান।

তিনি বলেন, আমার প্রথম প্রশ্ন হচ্ছে— বনানীর মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এমন অসম চুক্তি কীভাবে হয়? এ চুক্তিতেই দুর্নীতির গন্ধ পাওয়া যায়। আর এটি নিশ্চিত হয়েছে যেভাবে তা হলো— যে ৩০ শতাংশ পাবে সিটি করপোরেশন, সে ভাগের সম্পদের মূল্য প্রায় ৫৫০ কোটি টাকা। কিন্তু সে হিস্যা গত এক দশকেও বুঝে পায়নি সিটি করপোরেশন। উল্টা চুক্তির শর্ত লঙ্ঘন করে ১৪ তলার স্থলে ২৮ তলা ভবন নির্মাণ করে পুরোটাই নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বোরাক।

ব্যারিস্টার সুমন বলেন, ২০০৬ সালে চুক্তি হয়, ২০১০ সালে সেটি হস্তান্তর করার কথা ছিল, সেখানে এখন ২০২৩ সাল চলে। প্রায় ১৪ বছর ধরে বোরাক রিয়েল এস্টেট শেরাটন হোটেলের মতো একটি আন্তর্জাতিক হোটেল তারা নিয়ে আসছে, কিন্তু একটি টাকাও এখন পর্যন্ত সিটি করপোরেশন পায়নি।

সেই সময় মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি কীভাবে এমন অসম চুক্তি করতে পারেন— প্রশ্ন তোলেন ব্যারিস্টার সুমন। তিনি বলেন, যে বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন, তিনি কীভাবে একটি বেসরকারি রিয়েল এস্টেটের মালিককে রাষ্ট্রের সম্পত্তির ৭০ শতাংশ মালিকানা দিয়ে দেন। এটা আমার বোধগম্য হয় না।

গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, আমার মনে হয় মোহা. নূর আলীর মুখোমুখি হওয়ার মতো শক্তি আমাদের সিটি করপোরেশনের নেই।

ব্যারিস্টার সুমন বলেন, নতুন বাজেটে যাদের শুধু টিন আছে, তাদেরও দুই হাজার টাকা কর ধার্য করা হয়েছে। এ বিষয়ে আমি কিছু বলব না। আমদের কষ্ট করে হলেও এই টাকা আমরা হয়তো দেব, কিন্তু সেখানে ১৪ বছর ধরে কোটি কোটি টাকা পড়ে আছে, আপনারা সেখানে কিছুই বলবেন না? এ কারণে আমার মনে হয়েছে— একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার এ অভিযোগটি করা উচিত।

গত ১ জুন দেশের একটি গণমাধ্যমে ‘বনানীতে ২৮ তলা ভবন সরকারি জমিতে পাঁচতারকা হোটেল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে উঠে আসে কীভাবে ১৪ তলার চুক্তি করে ২৮ তলা ভবন বানিয়ে ভোগদখল করছে বোরাক রিয়েল এস্টেট। অথচ জমির মালিক সিটি করপোরেশন।