সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীন কে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা শিল্পকলা একাডেমি।
বুধবার (২৩ নভেম্বর) সকালে ইউএনও’র দফতরে মতবিনিময় শেষে ফুলের তোড়া তুলে দেন শিল্পকলা একাডেমির সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব সঞ্জিব কুমার দেবনাথ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সদস্য ও শিক্ষক দেওয়ান রওশন আরা লাকী, সদস্য ও যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম প্রমূখ।
এ সময় পদাধিকার বলে শিল্পকলা একাডেমির সভাপতি ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, শিল্পকলা একাডেমির কার্যক্রম চলমান থাকলে স্থানীয় শিশুরা বিভিন্ন দিকে বিকশিত হতে পারে। শিশু কাল থেকেই সাহিত্য সংস্কৃতির চর্চায় মনযোগি হয়ে থাকে এরা। আসুন সকলে মিলে শিল্পকলা একাডেমির কার্যক্রম সমূহের গতি বৃদ্ধির চেষ্টা করি।