
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আব্দুল করিম মাস্টার আইডিয়াল একাডেমী এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট’র শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) উপজেলার সৈয়দটুলা পশ্চিমপাড়ায় প্রতিষ্ঠানের মাঠে উদ্বোধনী সভা উনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক রহমত আলীর সভাপতিত্বে ও শিক্ষক মো. জাবেদ মিয়া‘র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিতা পরিচালক আব্দুল করিম মাস্টার।
বিশেষ অতিথি ছিলেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মো.আইয়ুব খান, সাংবাদিক এডি জালাল মিয়া, আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী, সেচ্ছাসেবকলীগের যুগ্মআহবায়ক মো. হোসেন মিয়া প্রমুখ। এছাড়াও শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।