
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ম আশুতোষ চক্রবর্তী শিক্ষা বৃত্তী প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৩ জুলাই) উপজেলা কমপ্লেক্সের স্বাধীনতা হল রুমে ঢাকাস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ও ইউনিভার্সেল মেডিকেল সার্ভিস সেন্টার ব্রাহ্মণবাড়িয়া’র আয়োজনে ১০ম আশুতোষ চক্রবর্তী শিক্ষা বৃত্তী প্রদান অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সরাইল আশুগঞ্জ উপজেলার ১৩টি স্কুলের শীর্ষ স্থানীয় ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১০০ জন মেধা স্থান অধিকারী ছাত্রছাত্রী দের মাঝে শিক্ষাবৃত্তী দেয়া হয়। এছাড়াও সরাইল উপজেলার বিভিন্ন স্কুলের মেধাবী দরিদ্র ছাত্রছাত্রীদের ও বৃত্তী প্রদান করা হয়। আর্থিক অনুদানের পাশাপাশি প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীকে মেডেল, ক্রেষ্ট, সার্টিফিকেট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক এবং আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তিার প্রধান উদ্যোক্তা ডাঃ আশীষ কুমার চক্রবর্তী।
অনুষ্ঠানে আশুতোষ চক্রবর্তীর সহধর্মিণী পুষ্প চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং দায়িত্বপ্রাপ্ত বিচারপতি, মনিটরিং কমিটি ফর সাব অর্ডিনেট কোর্টস্ চট্টগ্রাম-২ এর বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লা।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক- ২ মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহাম্মদ হাবিবুর রহমান জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া, মোহাম্মদ শাখাওয়াত হোসেন পুলিশ সুপার বিপিএম (সেবা), মোঃ নজরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবা উল আলম ভূঁইয়া, সরাইল সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ রকিবুল হাসান, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম প্রমুখ।
বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের লোকজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, পড়াশুনার প্রতি অধিক মনোযোগী হবার জন্য। তিনি আরও বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না তাই শিক্ষা ব্যবস্থার উপর সর্বোচ্চ জোর দিতে হবে। এমন একটি নান্দনিক ও ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহ মূলক বৃত্তি প্রদানের জন্য অনুষ্ঠানের আয়োজক স্বর্গীয় আশুতোষ চক্রবর্তীর পরিবারকে ধন্যবাদ জানান।
মুক্তির লড়াই ডেস্ক : 



























