ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তাদের পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সরাইল উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা সদরের সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের সরাইল হাসপাতাল মোড়ে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলা শাখার সভাপতি হাজী সাইফুল ইসলাম ও সম্পাদক মুখলেছুর রহমান এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের উচালিয়াপাড়া মাদ্রাসার সামনে থেকে প্রদক্ষিণ করে পুনরায় পথসভার মাধ্যমে শেষ হয়।
এসময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা হিজবুল্লাহ আনোয়ার, সাবেক সভাপতি মাওলানা মিজানুর রহমান, সরাইল উপজেলা মোজাহিদ কমিটির সম্পাদক বাবুল খান, সহকারি সম্পাদক শহিদুল হক সোহাগ, সরাইল উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন এর সভাপতি মোঃ শাহজাহান মিয়াসহ ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।