
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার
ঢাকা সিলেট মহাসড়কের কুট্রাপাড়া এলাকায় কাভার্ডভ্যানের চাপায় বাদশা মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
সোমবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব কুট্টাপাড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের মো: জোর আলী’র ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কুট্টাপাড়া মোড়ে বৃদ্ধ বাদশা মিয়া দিগন্ত পরিবহন থেকে নেমে সড়ক পার হতে গিয়ে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান্যাল সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে, ঘটনার পর ওই ভ্যানের চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন শেষে পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
মুক্তির লড়াই ডেস্ক : 

























