
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা নিয়ে বিরোধের জেরে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত ২৫, আটক ১৫।
মঙ্গলবার(১৮ নভেম্বর) বিকেলে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে, এই ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর করা হয়। আহতরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের মাগুরহাটি গ্রামের একটি জায়গা নিয়ে স্থানীয় দানা মিয়া ও একই গোষ্ঠীর শিপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে উভয় পক্ষ গত শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরই জের ধরে শনিবার, মঙ্গলবার বিকেলে ফের উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ঘটনা স্থল থেকে ১৫ জনকে আটক করেছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়, এদের মধ্যে গুরুতর আহত দুইজন কে ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী বলেন, জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সেনাবাহিনী ১৫ জন কে গ্রেফতার করে সরাইল থানায় হস্তান্তর করেন।
মুক্তির লড়াই ডেস্ক : 























