
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বালুবোঝাই ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আঃ রাহিম নামে এক মাদ্রাসা শিক্ষকের।
শনিরবার দুপুর ১টার দিকে সরাইল-নাসিরনগর -লাখাই আঞ্চলিক মহাসড়কের বড্ডাপাড়া গরুর বাজার সংলগ্ন সড়কে এই দূর্ঘটনা ঘটে।
ট্রাক্টরের চাপায় নিহত আব্দুল রাহিম (৫৫) সরাইল রাহমাতুল্লিল আলামিন দাখিল মাদ্রাসার শিক্ষক ও সরাইল সদর ইউনিয়নের বড্ডাপাড়া গ্রামের বাসিন্দা আবদুল আহাদের ছেলে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে বলেন , গরুর বাজারের সামনে সড়কে মাদ্রাসার শিক্ষক আব্দুল রাহিম হেটে যাচ্ছিলেন ওই সময় বেপরোয়া আসা বালুবাহী ট্রাক্টর (মীম,তামিম,তাজিম পরিবহন)তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাক্টর আটক করা হয়েছে, চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুক্তির লড়াই ডেস্ক : 



























