
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর কে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) কাটানিশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষক সামছুল হক এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. মুখলেছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালিকচ্ছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম, তিয়রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত উল্লাহ কবির, আইরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল মিয়া, চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাহাদ শাহ, গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুস সালাম, বছিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক শিক্ষক রজব আলী, মর্জিনা বেগম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি খাইরুজ্জামান উজ্জ্বল প্রমুখ।
প্রিয় শিক্ষককে বিদায় দিতে গিয়ে অনেকে আবেগ আপ্লূত হয়ে পড়েন। শিক্ষকের বিদায় বেলায় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মুক্তির লড়াই ডেস্ক : 
























