
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অহিদ মিয়া(৫৭) নামে এক মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ জুন) সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের হিন্দুদের মহাশ্মশান এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত অহিদ মিয়া চুন্টা বড় বল্লা দক্ষিণ পাড়া এলাকা প্রয়াত লোফা মিয়া’র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টার দিকে চুন্টা মহাশ্মশান এলাকায় আবু মিয়ার বাড়ির পশ্চিম পাশে ফসলি জমিতে একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সরাইল থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহ উদ্ধার করে। নিহত অহিদ মিয়া পেশায় মৎস্য ব্যবসায়ী, তিনি নিজস্ব ও ভাড়ায় পুকুরে মাছ চাষ করতেন। নিহতের শরীরে কোথাও আঘাতের চিহ্ন না থাকলেও গলায় রক্তের দাগ রয়েছে।
নিহতের স্ত্রী মমতাজ বেগম বলেন, গতকাল বাদ মাগরিব তার স্বামী অহিদ মিয়া বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার কোন শত্রু আছে বলে তাদের জানা নেই।
এই বিষয়ে সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদরে মরদেহ প্রেরণ করা হবে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























