
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিশু মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদর ইউনিয়নের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে শিশু মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসাইন।
সোমবার (২৪ মার্চ) দুপুরে সরাইল সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম স্থানীয় জনপ্রতিনিধি সহ গণ্যমান ব্যক্তিবর্গের উপস্থিততে এ মেলার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার, উপজেলা কৃষকদলের সভাপতি মশিউর রহমান খান, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রানা আহম্মেদ জিল্লু প্রমুখ।