
সরাইল (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাসিরনগর – লাখাই আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর ) সরাইল নাসিরনগর – লাখাই আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সোয়া ৬টার দিকে উপজেলা সদরের বড্ডাপাড়া এলাকায় শায়েস্তাগঞ্জ মুখি একটি মাছ বোঝাই ট্রাক ও সরাইলের দিকে আসা একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনা স্থলে অটো চালক ও একজন যাত্রী নিহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় যানা যায়নি।
সরাইল থানা পুলিশ যানায়, যশোর থেকে ছেড়ে আসা মাছ বোঝাই একটি ট্রাক যার নম্বর (যশোর ট ১১-৬০৯৫) ও একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়। ঘাতক ট্রাকট ও চালককে আটক করা হয়েছে। নিহতদের নাম পরিচয় যানা যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 






















