
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পাবলিক লাইব্রেরি দ্রুত চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সরাইল শাখার ব্যানারে।
রোববার (১০মার্চ) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে মোহাম্মদ শরীফ উদ্দিনের সঞ্চালনায় এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ, জেলা সহ সভাপতি আহমেদ হোসেন, সরাইল উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোজাম্মেল পাঠান, সরাইল উপজেলা কমিউনিস্ট পার্টি’র সভাপতি ও উদীচী শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা দেব দাস সিংহ রায়, সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আইয়ুব খান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির ও উদীচী সদস্য শংকর দাস প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সরাইল অনেক ইতিহাস ঐতিহ্যের যায়গা, আমরা নিজেরাই সরাইল কে ধবংস করে ফেলছি। যা অত্যন্ত দু:খের বিষয়।
বক্তারা আরও বলেন, সরাইল অনেক প্রসিদ্ধ জনপদ, এই জনপদে পাবলিক লাইব্রেরি কেন বন্ধ থাকে সেইটা আমাদের বোধগম্য নয়। জনগণের জ্ঞানার্জনের অধিকার কে বন্ধ করা কারোর কোন অধিকার নেই। বিগত বেশ ক’বছর ধরে পাবলিক লাইব্রেরিটি বন্ধ, অতি দ্রুত এই লাইব্রেরিটি জনগণের জন্য খুলে দিতে জোর দাবি জানাচ্ছি।
মুক্তির লড়াই ডেস্ক : 



























