সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: বাংলাদেশে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এম পি এর জন্মদিন উপলক্ষে পাবনার সাঁথিয়ায় বিনামূল্যে চক্ষুছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করা হয়।
সোমবার (৩ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পের উদ্বোধন করেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন রুডো ও আশনা এন জি ও।
প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবাকে জনগনের দ্বার গোড়ায পৌছে দিয়েছেন। সাধারন মানুষের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করতে তিনি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন।
এছাড়াও সাঁথিয়ায় শহীদ শেখ রাসেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে আয়োজিত মহরূম অধ্যাপিকা লুৎফুন্নেসা বেগম স্মৃতি দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।
বিকালে সাঁথিয়ায আয়োজিত বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন তিনি।
যশোর মহিলা একাদশ এবং টাঙ্গাইল মহিলা একাদশের মধ্যে খেলাটি এক-এক গোলে ড্র হয়।
অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তি বর্গ এবং গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।